🌿🌹নিজেকে বিচার করুন,কোন স্তরে আছেন🌹🌿
🌹🌿 "ভক্ত-অভক্ত কারো সমালোচনা করো না। প্রথমে নিজের অবস্থা দেখ, এবং চেষ্টা করো নিজেকে পরিশুদ্ধ করতে। তোমার মধ্যে কি কোনো কামনা আছে? কোনো কুটিনাটি আছে কীনা?
এ নিয়ে চিন্তা করো, তুমি অন্যদের নিয়ে চিন্তা করো না। শ্রীগুরু এবং কৃষ্ণ অন্যদের জন্য রয়েছেন। তুমি তাদের সাহায্য করতে কিছুই করতে পারো না, তাই তোমার কোনো অধিকার নেই সমালোচনা করার।🌿
-------🌿--------🌿-----শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর।
0 Comments