👉ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি
সর্বধর্মান্ পরিত্যজ্য মাম্ একম্ শরণম্ ব্রজ।
অহম্ ত্বাম্ সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ।।
শ্রীমদ্ভগবদগীতা ১৮/৬৬
অনুবাদঃ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে বিষয়ে তুমি কোন দুশ্চিন্তা করো না।
তাৎপর্যঃ ভগবান যে বলেছেন, 'মা শুচঃ' অর্থাৎ 'কোনো চিন্তা করো না' তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব। কিন্তু ঐ ধরণের দুশ্চিন্তা নিরর্থক।
0 Comments