মানব-জীবনরূপী তরণীটি এমনভাবে তৈরি হয়েছে যে, তাকে অবশ্যই পারমার্থিক উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হবে। দুর্ভাগ্যবশত, এই দেহটি পাঁচটি শক্ত শিকল দিয়ে জড় চেতনায় বাঁধা রয়েছে, যেগুলি হচ্ছে-
(১) পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে অজ্ঞতার ফলে জড় দেহের প্রতি আসক্তি,
(২) দেহাত্মবুদ্ধির প্রভাবে আত্মীয়-স্বজনের প্রতি আসক্তি,
(৩) বাড়িঘর, আসবাবপত্র, জমিজমা, সম্পত্তি, ব্যবসা ইত্যাদির প্রতি এবং জন্মভূমির প্রতি আসক্তি,
(৪) পারমার্থিক জ্ঞানের আলোকের অভাবে রহস্যাচ্ছন্ন জড় বিজ্ঞানের প্রতি আসক্তি এবং
(৫) ভগবান ও ভগবদ্ভক্তের পবিত্র প্রভাবশূন্য তথাকথিত ধর্ম অনুষ্ঠানের প্রতি আসক্তি,
উপরের ৫টি কারনেই আমাদের জড় বন্ধনের জন্য দায়ী আর হরিনাম জপ এই সকল জড় বন্ধন ছিন্ন করে। তাই সকলেরই হরিনাম জপ করে এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়া উচিত। হরেকৃষ্ণ।
0 Comments