প্রসাদী তুলসী পত্র গিলে খাওয়া উচিৎ নাকি চিবিয়ে খাওয়া উচিত?





🚩প্রসাদী তুলসী পত্র গিলে খাওয়া উচিৎ নাকি চিবিয়ে খাওয়া উচিত?

✅কেউ কেউ বলে তুলসী পাতা চিবিয়ে খেতে নেই। চিবিয়ে না খেয়ে গিলে খেতে হয়। এটা কি শাস্ত্র সম্মত কথা?

উত্তর - না। এটি শাস্ত্র সম্মত কথা নয়। তুলসী পাতা খবরদার গিলে খাবেন না। শ্রীচৈতন্য চরিতামৃতে প্রসাদী তুলসী পত্র চর্বণের কথা বলা হয়েছে

তুলসী সেবন করে, চর্বণ, উপবাস |
 ইন্দ্রিয় দমন হৈল, প্রেমের প্রকাশ ||
~(অন্ত্য ৩/১৪০) 

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভােগ বুদ্ধিতে তুলসী গ্রহণ করলেই তুলসীকে আঘাত করা হয়। সেবােন্মুখতার সঙ্গে তুলসী পত্র চর্বণ করলে তুলসীদেবীর কৃপায় কৃষ্ণপ্রেম লাভ হয়।

Post a Comment

0 Comments

Close Menu