👉পরম ধাম
ন তদ্ ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ।
যদ্ গত্বা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম্ মম।।
শ্রীমদ্ভগবদগীতা ১৫/১৬
অনুবাদঃ আমার সেই পরম ধাম সূর্য, চন্দ্র, অথবা বিদ্যুৎ আলোকপাত করতে পারে না। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না।
তাৎপর্যঃ চিজ্জগৎ, পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম-শ্রীকৃষ্ণলোক, গোলোক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদাকাশে সূর্যকিরণ, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোন প্রয়োজন হয় না, কারণ সেখানে সবকটি গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মান্ডে কেবল একটি গ্রহ, সূর্য হচ্ছে জ্যোতির্ময়। কিন্তু চিদাকাশে সবকটি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠলোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতি, ব্রহ্মজ্যোতি ছটায় চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলোক বৃন্দাবন থেকে। সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহৎ-তত্ত্ব দ্বারা আচ্ছাদিত। সেটাই হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় লোকে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলোক বৃন্দাবন অবস্থিত।
0 Comments