ভক্তিযোগ




👉ভক্তিযোগ
ভক্ত্যা মাম্ অভিজানাতি যাবান্ যশচাস্মি তত্ত্বতঃ।
ততঃ মাম্ তত্ত্বতঃজ্ঞাতা বিশতে তৎ অনন্তরম্।।
শ্রীমদ্ভগবদগীতা ১৮/৫৫
অনুবাদঃ ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায়।
তাৎপর্যঃ শুদ্ধ ভক্তিযুক্ত ভগবৎ-সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ এবং ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, ভক্তিযুক্ত ভগবৎসেবার মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। এখানেও সেকথা সত্য বলে প্রতিপন্ন করা হচ্ছে। ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তাঁর ধামে প্রবেশ করা যায়।

Post a Comment

0 Comments

Close Menu