➡জড়া প্রকৃতির প্রভাব
প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ।
অহংকার-বিমূঢ় আত্মা কর্তা অহম্ ইতি মন্যতে।।
শ্রীমদ্ভগবদগীতা ৩/২৭
➡অনুবাদ - মোহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকারবশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে 'আমি কর্তা' - এই রকম অভিমান করে।
➡তাৎপর্য - কৃষ্ণভাবনাময় ভক্ত এবং দেহাত্ম-বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্তব্যকর্মকে আপাতদৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্মবুদ্ধিসম্পন্ন, সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে; সে জানে না যে, তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে, তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে, তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রনাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করে চলেছে; এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ।
0 Comments