শ্রী যমরাজের উপদেশ




↪শ্রীযমরাজ উত্তর দিলেন, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তত্ত্ব বারোজন ব্যক্তি জানেন -----
➡স্বয়ম্ভূর্নারদঃ শম্ভু কুমারঃ কপিলো মনুঃ।
প্রহ্লাদো জনকো ভীষ্মো বলির্বৈয়াসকির্বয়ম্।।
অর্থাৎ, "ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, সনৎকুমার, দেবহুতিপুত্র কপিল, স্বায়ম্ভুব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, গঙ্গাপুত্র ভীষ্মদেব, বলি মহারজ, ব্যাসপুত্র শুকদেব এবং আমি যম।"
↪যমরাজ আরও বললেন -----
➡দ্বাদশৈতে বিজানীমো ধর্মং ভাগবতং ভটাঃ।
গুহ্যং বিশুদ্ধং দুর্বোধং যং জ্ঞাত্বামৃতমশ্নুতে।।
"হে দূতগণ, এই দ্বাদশ মহাজন প্রকৃত ধর্মের তত্ত্ব জানেন। প্রকৃত ধর্ম ভাগবত-ধর্ম বা ভগবৎ-প্রেম ধর্ম নামে পরিচিত। তা অত্যন্ত গোপন তত্ত্ব যা সাধারণ মানুষের দুর্বোধ্য। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তা হৃদয়ঙ্গম করতে পারে তবে সে সচ্চিদানন্দময় জীবন লাভ করবে।" (ভাগবত ৬/৩/২০-২১)

Post a Comment

0 Comments

Close Menu