➡শ্রীপ্রহ্লাদ মহারাজের উক্তি, শ্রীমদ্ভাগবত ৭/৬/১
কৌমার আচরেৎ প্রাজ্ঞো ধর্মান্ ভাগবতানিহ।
দুর্লভং মানুষং জন্ম তদপ্যধ্রুবমর্থদম্।।
"এই মনুষ্য জীবন লাভ করে বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভাগবত ধর্ম আচরণ করবে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। যদিও এই জীবন অনিত্য, তবুও এই জন্ম অর্থপূর্ণ। কারণ, ভগবদ্ ভক্তি অনুশীলন ফলে পূর্ণসিদ্ধি লাভ করা যায়।"
0 Comments