# শ্রীব্রহ্মার উক্তি, শ্রীমদ্ভাগবত ১০/১৪/২৯
অথাপি তে দেব পদাম্বুজাদ্বয় প্রসাদলশোনুগৃহীত এব হি।
জানাতি তত্ত্বং ভগবন্মহিম্নো ন চান্য একোঽপি চিরং বিচিম্বন্।।
"বৈদিক শাস্ত্রে মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও মানুষ শ্রীভগবানের নাম, যশ, গুণ ইত্যাদি সম্বন্ধে সম্পূর্ণরুপে অজ্ঞ হতে পারে। কিন্তু কেউ যদি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে শুদ্ধ ভগবদ্ভক্ত হন, তা হলে মহাপণ্ডিত না হলেও সে ভগবানকে জানতে পারে।"
0 Comments