অপ্রিয় সত্য কথা, অনেকের ভালো লাগবেনা,কিন্তু উপায় নেই এগুলোই শাস্ত্র সিদ্ধান্তঃ
-----------------------------------------------------------------------------
প্রকৃত সাধু/শুদ্ধ বৈষ্ণব বিরল। শাস্ত্রে বলা হয়েছে, কোটি কোটি সিদ্ধপুরুষের মধ্যে গুটি কয়েক ভক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে।
গীতা, ভাগবত পড়ে শেষ করা, আর তার সিদ্ধান্ত জানা, ২ টা ২ জিনিস। হতে পারে অনেকেই ত্যাগী ড্রেস নিয়েছে, সাধু হওয়ার চেষ্টা করছে সেটা ভালো কিন্তু বেশিরভাগেরই অন্তর্মুখী দশা/বৈরাগ্য আসেনা বা সারাজীবন প্র্যাক্টিস করেও এটা কি জিনিস বুঝতেই পারেনা কারন যাদের কাছ থেকে পারমার্থিক জ্ঞান নিচ্ছে তারা নিজেরাও শুধু বোঝে, একটু লাফালাফি, নিরামিষ খাওয়া, ব্যাস, এটুকুই।
কোথায় শাস্ত্র, কোথায় বৈরাগ্য এগুলো না হলেও চলে শুধু নিজের পজিশন ধরে রাখার জন্য যুক্তবৈরাগ্যের নাম করে গুরুদেবের বাণী এবং শাস্ত্রের বাণীকেও কৌশলে এড়িয়ে চলা।
#বৃন্দাবনে রুপ, সনাতন গোস্বামীর মন্দিরে ৫৬ পদের সুস্বাদু রাজভোগ রান্না হতো তবুও তারা (রুপ, সনাতন গোস্বামী) গোলা রুটি খেতেন তাও আবার লবণ ছাড়া, সবজি ছাড়া আর তাদের শুদ্ধতার জন্যই কৃষ্ণ তাদের সাথে কথা বলতেন। রুপ, সনাতন গোস্বামী কিন্তু যুক্ত বৈরাগ্য বলে ওগুলো চালিয়ে দেননি।
শুদ্ধ বৈষ্ণব ভগবানের নাম ব্যতীত, অন্যকিছুই ভাবেন না। তাঁর অন্য কোন উদ্দেশ্য থাকেনা। ব্যবসায়ীদের উদ্দেশ্য থাকে, বৈষ্ণবের নয়।
"#বৈষ্ণব_কখনো অন্যের অর্থে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেনা"
- গৌর কিশোর দাস বাবাজী মহারাজ
সবাইকে কর্মের ফল ভোগ করতেই হবে, যতটুকু গা ভেজাবেন, ততটুকুই ভিজবে।
#সত্যি বলতে, যারা ভাল মানুষ, যাদের হৃদয় কোমল, কপটহীন - এরুপ মানুষকে স্বয়ং ঈশ্বর খোঁজেন, তাকে ভাল কিছু দেয়ার জন্য কিন্তু সেই ধরনের ব্যক্তিকে উনি খুঁজে পান না কারন তাদের সংখ্যা খুবই কম।
0 Comments