দ্রৌপদীর মান রক্ষা - ভক্তের কখনও বিনাশ নেই




মহাভারতে আমরা দেখতে পাই হস্তিনাপুরে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন দ্রৌপদীর দুইহাতে কাপড় জোর করে ধরে আকুল কন্ঠে ভগবানকে ডাকছেন, হে দ্বারকানাথ! তুমি একবার এসে আমার মান রক্ষা কর, তুমি ছাড়া আমার কেউ নাই।🌿

♦️কোনও সাড়া পেলেন না। তার পর দুঃশাসন যখন জোর করে কাপড় টেনে নিল, তখন বাম হাতে জোর করে কাপড় ধরে রেখে ডান হাত উঁচু করে ডাকছেন, হে বৈকুন্ঠনাথ! কৃপা করে এসে এই দুখিনীর মান রক্ষা কর, আমাকে বাঁচাও।🌺

এই বলে আকুল হয়ে কাঁদছেন, কিন্তু তবুও ভগবানের কোন সাড়া নেই বা এলেন না। দ্রৌপদী তখন নিরাশ হয়ে পড়ছেন। কিন্তু দুঃশাসন ছাড়ার বান্দা না, সে তখন আবার জোর করে টেনে নিলেন কাপড়, দ্রৌপদী তখন আর থাকতে না পেরে দুই হাত উঁচু করে আকুল প্রাণে কাঁদিতে কাঁদিতে ডাকছেন, হে প্রাণনাথ! হে প্রাণবল্লভ! কৃপা করে একবার এসে এই দাসাকে বাঁচাও, প্রাণ রক্ষা কর, আমার মান রক্ষা কর।🌿

♦️তখন আর কাপড় ফুরায় না, শ্রীভগবান তখন কাপড় রূপ ধারণ করে দ্রৌপদীর মান রক্ষা করলেন, দুঃশাসন একেবারেই পরাস্ত হয়ে গেলেন।🌺

♦️তারপর দ্রৌপদী কোন নির্জ্জন গৃহে যখন বসে আছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রত্যক্ষভাবে দেখা দিলেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে দেখে আকুল হয়ে কেঁদে উঠলেন ও বললেন, তোমার কি একটুও মায়া-দয়া নেই, আমি কত ডাকাডাকি করলাম, তুমি এলে না। তুমি এত নিষ্ঠুর! এই কি তোমার ভালোবাসা? আমি কাঁদতে কাঁদতে মরে যাই, আর তোমার কোন সাড়া নেই।🌿

♦️ভগবান বললেন- কে বলে, আমি তোমার ডাক শুনেনি! তুমি যখন দ্বারকানাথ বলে ডেকেছো, আমি তাও শুনেছি। কিন্তু জান তো দ্বারকা হতে হস্তিনাপুর কত দূর, আসতে কত সময় লাগে, তাই দেরী হয়েছে।🌺
আবার যখন বৈকুন্ঠনাথ বলে ডাকলে, তখনও আমি শুনতে পেয়েছি, তখন তো আরো দেরী, আমি তখন আরো দূরে, সেখান থেকে আসতে কত সময় লাগে তা তুমি তো জান, বৈকুন্ঠ থেকে আসতে কত দেরী হয়েছে দেখ, আমার কি দোষ আমি তোমার সব ডাকই শুনেছি।আবার যখন প্রাণনাথ, প্রাণবল্লভ, বলে ডাকলে তখন আমি তোমার কাছেই ছিলাম, আমার আসতে একটুও দেরী হল না, তখন তোমার মান রক্ষা হয়ে গেল। তুমি যদি আমাকে দূরে করে রাখ, তাহলে আমি দূরেই থাকব, আর তোমার কাছে রাখিলে, কাছেই থাকিব, এ তো তোমারই ইচ্ছা। ভক্ত আমাকে যেভাবে রাখে, আমি সেই ভাবেই তার কাছে থাকি।🌿

♦️শ্রীভগবান গীতায় বলছেন ____
"যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম"। অর্থ, যে আমাকে যে ভাবে ভজনা করে, আমিও তাকে সেইভাবে ভজনা করি।🌺

♦️দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বলল ___
প্রতিজ্ঞা তব গোবিন্দ, ন মে ভক্ত প্রণশ্যতি
ইতি সংস্মৃত্য সংস্মৃত্য প্রাণান সংধারয়া ম্যহ্যম।🌿

দ্রৌপদী বললেন- হে গোবিন্দ! তোমার প্রতিজ্ঞা আছে যে, তোমার ভক্ত কখনও বিনষ্ট হয় না। এটা পুনঃ পুনঃ স্মরন করে আমি জীবনধারন করেছি। তোমার কথা মিথ্যা হতে পারে না।🌺

♦️শ্রীভগবানকে যত কাছে রাখা যায়, তিনি ভক্তের তত কাছে থাকেন। দূরে রাখলে তিনি কাছে আসবে কি করে। কাছে ডেকে হৃদয়ে বসাতে হবে তাঁকে। তিনি আমাদের সবার প্রাণবল্লভ প্রিয়জন।🌿

___ হরে কৃষ্ণ 🙏

Post a Comment

0 Comments

Close Menu