জীবনের অন্তিম পরীক্ষা





#জীবনের_অন্তিম_পরীক্ষা☺️

▫️ প্রয়াণকালে মনসাচলেন
  ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব।
               ভ্রুবোর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক্
             স তং পরং পুরুষমুপৈতি দিব্যম।।

        ______  শ্রীমদ্ভগবদগীতা যথাযথ(৮/১০)

🍃#অনুবাদঃ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে,ভক্তি সহকারে, পূর্ণ যোগশক্তির বলে ভ্রূযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন,তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন।

🍃#শ্রীল_প্রভুপাদকৃত_তাৎপর্য_উদ্ধৃতাংশঃ

🔹🌿🔸মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না।কোন একটি যোগের অনুশীলন,বিশেষ করে #ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে।যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুদ্ধ হয়ে ওঠে,তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরন করার অভ্যাস করতে হয়,যাতে সেই চরম মুহুর্তে তাঁকে স্মরণ করা যায়।🔹🌿🔸

       হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 


        হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

Post a Comment

0 Comments

Close Menu