➡শ্রীশুকদেবের উক্তি, ভাগবত ২/৩/১০
অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধীঃ।
তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষং পরম্।।
"সর্বপ্রকার কামনা যুক্ত হোন, অথবা সম্পূর্ণ নিষ্কাম হোন, অথবা মুক্তিকামী হোন, যিনি সুবুদ্ধিমান, তিনি তীব্র ভক্তিযোগে পরমপুরুষ শ্রীকৃষ্ণের আরাধনা করবেন।"
0 Comments