শ্রীস্বায়ম্ভুব মনুর উক্তি




➡শ্রীস্বায়ম্ভুব মনুর উক্তি, শ্রীমদ্ভাগবত ৪/১১/১৩
তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চাখিলজন্তুষু।
সমত্বেন চ সর্বাত্মা ভগবান্ সম্প্রসীদতি।।
"যিনি মহৎ ব্যক্তিদের প্রতি তিতিক্ষা প্রদর্শন, নীচজনের প্রতি কৃপা, সমান ব্যক্তির সঙ্গে মিত্রতা এবং সর্বপ্রাণীকে সমভাবে দর্শন করেন, সর্বাঅন্তর্যামী শ্রীভগবান সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হয়ে থাকেন।"

Post a Comment

0 Comments

Close Menu